1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : গত দুই দিনে উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষে ১০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে ১০১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং ১৬ জন এসডিএফ যোদ্ধা।

উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত বাহিনী এসডিএফের সঙ্গে তখনই লড়াই আবার শুরু করে, ঠিক যখন ইসলামপন্থী বিদ্রোহীরা ২৭ নভেম্বর অভিযান শুরু করেছিল। সেই অভিযানের মাত্র ১১ দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। তারা এসডিএফ থেকে আলেপ্পো প্রদেশের মানবিজ ও তাল রিফাত শহর দখল করতে সক্ষম হয়। তবে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর লক্ষ্য কোবানি ও তাবকা শহর দখল করা, এরপর রাক্কায় এগিয়ে যাওয়া।

এসডিএফ বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সরকারি বাহিনী সরে গেলে কুর্দিরা সেখানে একটি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে।

তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা বলে মনে করে, যারা দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দশকের বিদ্রোহ চালিয়ে আসছে এবং যাকে সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। তুর্কি সামরিক বাহিনী নিয়মিত সিরিয়া ও প্রতিবেশী ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালায়, তাদের পিকেকে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত করে।

এদিকে সিরিয়ার নতুন নেতা ও ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা এর আগে বলেছেন, এসডিএফ ভবিষ্যতে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এইচটিএস গত মাসে আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নেতৃত্ব দেয় এবং আসাদকে ক্ষমতাচ্যুত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com