1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু মাল্টার নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হন তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যা শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’ এক ট্রলারেই এলো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৮ জন কারাগারে ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহন গাড়িতে বাগেরহাট মালিক সমিতির নগ্ন হামলা স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলার পাঁচ রাস্তা সংলগ্ন উপজেলা প্রেসক্লাবের সামনে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাস মালিক সমিতির মালিকরা ও সাধারণ জনগণ জানান, দীর্ঘদিন ধরে শরণখোলা থেকে ফালগুনী, বলেশ্বর, পদ্মা, ইমা, শরণখোলা পরিবহনসহ বেশকিছু পরিবহন ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের বহন করে চলছে। কিন্তু স্বার্থান্বেষী বাগেরহাট বাস মালিক সমিতির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে ঢাকা থেকে শরণখোলাগামী পরিবহন বাগেরহাট টার্মিনালে থামিয়ে দেয় এবং জোর করে পরিবহনের যাত্রীদের মালামালসহ নামিয়ে দেয় এবং গাড়ি আটকিয়ে দেয়। এতে বেকায়দায় পড়ে মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটি, মোড়লগঞ্জ সদর, পল্লীমঙ্গল ও রায়েন্দার যাত্রীরা।

বাগেরহাট বাস মালিক সমিতির উশৃংখল ও সেচ্ছাচারী নেতাকর্মীর বিরুদ্ধে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা নির্বিগ্নে গাড়ি চালানো এবং সঠিকভাবে গন্তব্যে পৌঁছার দাবী জানান।

এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাগেরহাট সেনাক্যাম্প ইনচার্জ এর সহযোগিতা কামনা করেন।

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- শরণখোলা কাউন্টার সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, যুবনেতা মাসুম, যুবদলের সদস্য সচিব আল আমিন খান, ছাত্রদলের শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাশার খান ও শরণখেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন।

এ সময় বক্তারা বাগেরহাট মালিক সমিতির নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা সৃষ্টিকারী নেতাকর্মীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। তাছাড়া শরণখোলাও ঢাকা থেকে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে তার সুষ্ঠু ব্যবস্থা সম্পাদনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com