1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

সুদানে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেনাবাহিনীর দখলে

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা দেশের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। এটি বিদ্রোহী আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে সেনাবাহিনীর অন্যতম বড় অর্জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেনাসদস্যরা ওয়াদ মাদানি শহরে প্রবেশ করার সময় স্থানীয় জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করছে।

র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে পরিচিত আধাসামরিক গোষ্ঠীর নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি নামেও পরিচিত) একটি অডিও বার্তায় এই পরাজয়ের বিষয়টি স্বীকার করেন।

এ ছাড়া সেনা সমর্থিত সরকারের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী খালিদ আল-আইসারের কার্যালয় জানিয়েছে, সেনাবাহিনী শহরটিকে ‘মুক্ত’ করেছে।

ওয়াদ মাদানি আলজাজিরা প্রদেশের রাজধানী ও এটি দেশের রাজধানী খার্তুম থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পাশাপাশি এটি বিভিন্ন রাজ্যকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সরবরাহ মহাসড়কের একটি কৌশলগত সংযোগস্থল।

২০২৩ সালের এপ্রিল মাসে আরএসএফ সদস্যদের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করার পর সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

এ ছাড়া দেশটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুই কোটি ৪৬ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

সূত্র : বিবিসি, এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com