1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, রক্ষা পেলেন প্রীতি জিনতা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। দাবানলে বিপর্যস্ত হলিউডও। সেখানে অবস্থিত অনেক জনপ্রিয় তারকার বাড়ি পুড়ে ছাই।

নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) অভিনেত্রী বলেন, ‘এরকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলসের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিজনরা গৃহহারা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাঁই ভেসে বেড়াচ্ছে।
এরকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এই ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ আমরা যে এখনও সুরক্ষিত।’

প্রীতি আরো বলেন, ‘এই অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষদের জন্য প্রার্থনা করছি প্রতিটা মুহূর্তে। আশা করি, শীগগিরই বাতাসের দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন সকলে।’

দাবানলে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। কাউকে এক কাপড়েই বাড়ি ছাড়তে হয়েছে। জানা গেছে, অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের সাবেক সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাঁদের বাড়ি হারিয়েছেন। অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে প্রাণে বেঁচেছেন এই অভিনেতা। টম হ্যাংকস, প্যারিস হিলটন, স্টিভেন স্পিলবার্গ ও রিটা উইলসনের মতো তারকারাও থাকেন প্যাসিফিক প্যালিসেডসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com