1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

অস্ত্রের মুখে পাকিস্তানে ১৭ সরকারি কর্মচারীকে জিম্মি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রের মুখে পাকিস্তানের ১৭ জন সরকারি কর্মচারীকে জিম্মি করেছে দেশটিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় ঘটেছে এই ঘটনা। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা বেসামরিক কর্মকর্তাদের বহনকারী একটিতে আকস্মিক হামলা চালায়। এরপর গাড়িটি পুড়িয়ে দেয় এবং কর্মীদের নিয়ে চলে যায়।

তবে এখন পর্যন্ত আটজন কর্মকর্তাকে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। যৌথ বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। বাকি জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে বলে সূত্র নিশ্চিত করেছে।

যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের আইনের আওতায় আনার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল যৌথ বাহিনীর অভিযানে টিটিপির তিনজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে।

পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এক বিবৃতিতে বলেছে, লাক্কি মারওয়াতে ডজন খানেক সন্ত্রাসীর উপস্থিতির তথ্য পাওয়া যায়। এরপর গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। ২০২৪ সাল পাকিস্তানের গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পাকিস্তানে ৪৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য মিলে ৬৮৫ জন নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com