কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নতুন (২) জন গৃহবধুর শরীরে করোনা শনাক্ত পাওয়া গেছে। কলাপাড়া পৌর শহরের মাদরাসা রোডের ছোট সিকদার বাড়ি এলাকার ২১ বছর বয়সী এক গৃহবধু ও আরেক জন ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামের ৩৫ বছর বয়সী এক গৃহবধু।
গত ২৪ মে কলাপাড়া হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। শনিবার দুপুরের পর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার এ বিষয় নিশ্চিত করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক জানান, পৌর শহরের আক্রান্ত গৃহবধুর বসতঘরসহ আশেপাশের তিনটি ঘর লকডাউন করা হয়েছে। একইভাবে ডালবুগঞ্জ ইউনিয়নের করোনা আক্রান্ত গৃহবধুর বসতঘরসহ প্রতিবেশীদের বসত লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আশা সবার নমুনা সংগ্রহ করা হবে।
– রাসেল কবির মুরাদ