হালুয়াঘাট (ময়মনসিংহ) : বাঁচতে চায় হালুয়াঘাটের অগ্নিদগ্ধ শয্যাশায়ী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কমলা। কমলা হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মৃত ইদ্রিস আলীর কন্যা।
কিশোরী কমলার মা পাঠাগার মোড়ে চিতই পিঠা বিক্রি করে সংসার চালাতেন। ঈদের দুই দিন আগে (গত ২৩ মে) সন্ধ্যায় অসাবধানতাবশত আগুন ধরে যায় কমলার শরীরে। এতে তার বুক, পেট ও হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। এলাকাবাসীর সহায়তায় ওইদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কমলাকে। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় তিন দিন চিকিৎসা চালানোর পর ডাক্তাররা তাকে ছাড়পত্র দেয়। বর্তমানে নিজ গৃহেই চিকিৎসা চলছে কমলার। ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না কমলার বিধবা মায়ের পক্ষে। কমলার মা জানান, করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস যাবত পিঠা বিক্রির ব্যবসা বন্ধ। খেয়ে না খেয়ে কোনরকমে দিন চলছে তাদের দিন। এরইমধ্যে কিশোরী কন্যা অগ্নিদগ্ধ হওয়ায় তিনি পড়েছেন বিপাকে। একদিকে চিকিৎসা অন্যদিকে সংসার? কোনটা দেখবেন তিনি ভেবে পাচ্ছেন না। এমতাবস্থায় তিনি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। তার কাছে সাহায্য পাঠাতে যোগাযোগের মাধ্যম- ০১৬১৬২১৬৪২১।
– মুহাম্মদ মাসুদ রানা