কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার শিশুসহ ১৫ জন উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। এদের মাঝে ৫ জন বাঙালি এবং ১০ জন রোহিঙ্গা। শিশু রয়েছে ৬ জন। এ সময় অপহরণ দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছরা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া কাচারি পাড়ার নুরুল কবির ও নুর বানুর ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। অভিযানকালে এদের সহযোগী আরও ১০-১৫ জন পালিয়ে গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদে খবর আসে অপহরণ চক্রের সদস্যরা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকা হতে বেশ কিছু শিশুসহ নানা বয়সীকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। এমন তথ্যে পুলিশ সুপারের নির্দেশে দেড়টার দিকে বাহারছড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়াপাড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পিছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণ দলের সদস্য হিসেবে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশে উপস্থিতি দেখে অপরাপর সহযোগীরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, পুলিশের আভিযানিক দল অপহরণের শিকার হওয়া ১৫ জন পুরুষকে উদ্ধার করে। তাদের মাঝে ৫ জন বাঙালি আর ১০ জন রোহিঙ্গা। এদের মাঝে শিশু রয়েছে ৬ জন। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানায়। একেকজনকে একেকদিন বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে অপহরণ করা হয়। ১৫-১৬ দিনে এ ১৫ জনকে এ গহীন পাহাড়ের চূড়ায় আটক করে মুক্তিপণ আদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ধৃত ও পলাতক অপহরণ চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে স্থানীয় ও আশ্রিত রোহিঙ্গাদের অপহরণ করে আসছিল।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এটা আমাদের বড় এচিভমেন্ট। খবর পেয়েই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালাতে সক্ষম হওয়ায় ৬ শিশুসহ ১৫ জন ভিকটিমকে উদ্ধারে সক্ষম হয়েছি আমরা। চারপাশে পাহাড়ের সঙ্গে পাহাড়ের সম্মিলনকে অপব্যবহার করে একেকদিন একেক পাহাড়ে আস্তানা গাড়ছে অপহরণ চক্র। আমরা এসব ধ্বংস করতে প্রচেষ্টা চালাচ্ছি।