নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী, আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলা শহরের গড়কান্দায় জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান, অটোচালক দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন, আরাফাত রহমান কোকের ১০ম মৃত্যুবার্ষিকি এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দির্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান, অটোচালক চালক দলের উপজেলা কমিটির আহবায়ক হামিদুল ইসলাম হারুন মেম্বারের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ মালেক, জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক যোগানিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক আমিরুল ইসলাম, রিক্সা-ভ্যান, অটোচালক চালক দলের উপজেলা কমিটির সদস্য সচিব খোকন মিয়া, যুগ্ম আহবায়ক জুলহাস সরকার, সেলিম আহমেদ সোহেল, শফিকুল ইসলাম, মুকুল মিয়া, ৯নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি অলিউদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, শ্রমিকনেতা মমিন মিয়া, ফারুক মিয়া, ফরিদ মিয়া, উপজেলা মহিলা দলের নেত্রী ইউপি সদস্য শেফালী বেগম, পার্বতী বেগম, বিএনপি নেতা আঃ মান্নান, মুক্তব আলী, আকমল হোসেন, ফিরুজ মিয়া প্রমুখ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।