1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

শ্রীবরদীতে চোরাকারবারীদের হামলায় ৪ সাংবাদিক আহত, প্রাইভেটকার ভাংচুর

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুর শ্রীবরদী উপজেলার সীমান্তে চোরাকারবারি সিন্ডিকেট মাসুদ বাহিনীর হামলায় ৪ সাংবাদিক প্রহৃত হয়েছে। এসময় মাসুদ বাহিনীর সদস্যরা সাংবাদিকদের প্রাইভেটকার ও ক্যামেরা ভাংচুর করে।

বৃহস্পতিবার (২২জানুয়ারী) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মেঘাদল বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে বালুদস্যু ও চোরাকারবারি সিন্ডিকেট মাসুদ বাহিনীর প্রধান মাসুদকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৩ দিনেও কোন অপরাধী গ্রেপ্তার হয়নি।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম সম্রাট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান রিপন।

জানা যায়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেরপুর গাড়ো পাহাড়ের সীমান্ত এলাকার চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠে। প্রতিরাতেই বালুর ট্রাকে করে ভারতীয় মদ, ফেনসিডিল এবং অন্যান্য মাদক পাচার হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। ২২ জানুয়ারী ওই চারজন সাংবাদিক শ্রীবরদী সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে আসেন। সংবাদ সংগ্রহ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সীমান্ত এলাকা শয়তান বাজার (মেঘাদল) মোড়ে প্রাইভেটকারের গতিরোধ করে বালুদস্যু ও চোরাকারবারি সিন্ডিকেট মাসুদ বাহিনীর প্রধান মাসুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় অস্রধারী চোরাকারবারী। সাংবাদিকদের উপর হামলা চালায় ও তাদের প্রাইভেটকারটি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় এবং সীমান্ত এলাকায় সারাদিনের সংগ্রহ করা সংবাদ নষ্ট করতে সাথে থাকা ১টি ক্যামেরা ও ১টি মোবাইল ভেঙ্গে ফেলে এবং অস্র উচিয়ে ব্যাপক আতংক সৃষ্টি করে এবং সাংবাদিকদের আটক করে রাখে। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘঁটনাস্থলে আসলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়। প্রানে রক্ষা পায় ওই সাংবাদিকরা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমাদের কাছে তথ্য ছিলো শ্রীবরদী সীমান্তে রাত নামলেই অবৈধ বালুর গাড়িতে মাদক পাচার হয় এবং আমরা সেখানে গিয়ে এটার সত্যতা পেয়েছি এবং ভিডিও ধারন করেছি। সীমান্ত এলাকার গডফাদার বালুদস্যু মাসুদ বাহিনী কর্ণঝোড়া নদী থেকে দিনেরাতে লাখ লাখ টাকা মূল্যের বালু লুটপাট , ভারত থেকে চোরাই পথে মদক, ফেনসিডিল, গরু পাচার করে থাকে। বালুর ট্রাকে মাদক পাচারের ভিডিও ধারন করাই ও সাংবাদিকরা মাসুদ বাহিনীর তোপের মুখে পড়ে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, ২২ তারিখ রাতে চোরাকারবারিরা সাংবাদিকদের উপর হামলা চালায়। পরে আমি খবর পেয়ে পুলিশ এবং সীমান্ত এলাকায় টহলে থাকা ডিবি পাঠিয়ে তাদেরকে উদ্ধার করি। এ বিষয়ে আমার থানায় ২৩ জানুয়ারী রাতে একটি মামলা হয়েছে এবং আসামীদের গ্রেপতারে পুলিশ কাজ করছে।

শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের অবাদ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে চোরাকারবারীররা বাধা সৃষ্টি করেছে। তারা যেদলেরই হক কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com