1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে: প্রেস সচিব ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের নতুন খবর দিল মার্কিন দূতাবাস নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন রুমায় মোটরসাইকেলের সঙ্গে পণ্যবাহী গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ লামায় ৭ শ্রমিককে অপহরণ ছেলের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা চান অসহায় বাবা “রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো” নকলায় গরু চোর সন্দেহে গণধোলাইয়ে নিহত ২, আহত ৪ ক্যারিয়ার ফ্লপ হলেও ১২৪ কোটির মালিক এই অভিনেত্রী ছিলেন অভিনেতা-নাট্য নির্দেশক, অতীতের স্মৃতিচারণায় বললেন মির্জা ফখরুল

বিসিসির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করলো পরিচ্ছন্নতাকর্মীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কর্মবিরতি যায় পরিচ্ছন্নতাকর্মীরা। এতে ময়লার দুর্গন্ধে ভোগান্তিতে পড়ে শহরবাসী। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে পরিচ্ছন্নতাকর্মীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার।

তিনি বলেন, দাবি অনুযায়ী ছাঁটাই হওয়া ১৬০ জন কর্মীকে পুনর্বহাল করা সম্ভব না হলে, তাদের মধ্যে যাদের ছেলে সন্তান রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা প্রতিশ্রুতি দিয়েছে বিসিসি। আর যাদের ছেলে সন্তান নেই, তাদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে, যার পরিমাণ জানানো হবে ৩০ জানুয়ারির মধ্যে।

তিনি আরও বলেন, শ্রম আইন অনুযায়ী বিসিসিতে কর্মরত সকল শ্রমিককে স্থায়ী করার বিষয়টি নিশ্চিত করা, পরিচয়পত্র, নিয়োগপত্র এবং সার্ভিস বুক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বেতন বৈষম্য নিরসনসহ সকল প্রাপ্য ভাতা পরিশোধের আশ্বাসও দেওয়া হয়।

এদিকে কর্মসূচি প্রত্যাহারের পরপরই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এবং আট ঘণ্টার পরিবর্তে প্রয়োজনে ১০ ঘণ্টা কাজ করে একদিনের মধ্যে নগরীর ময়লা অপসারণ করর নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করে শ্রমিকরা। কর্মবিরতির কারণে একদিন ময়লা অপসারণ বন্ধ থাকায় নগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে ময়লার স্তূপ জমে যায়, যা নগরবাসীর ভোগান্তি বাড়ায়।

এরপর গত ২৭ জানুয়ারি বেলা ১২টায় নগর ভবনে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশন এর প্রশাসক মো. রায়হান কাওছারের সাথে বৈঠকে বসেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সেখানে প্রশাসক সকল দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেয়। পরে সোমবার বিকালে কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরতে শুরু করে শ্রমিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com