হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৬৭৫টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (৩১মে) ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে “উপজেলা ব্যাডমিন্টন কোর্ট” চত্বরে এ অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ বর্তমানে বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে তালিকাভূক্ত প্রত্যেকটি মসজিদে ৫হাজার টাকা হারে প্রদান করা হয়।
অনুমোদিত তালিকায় কোনো মসজিদের তথ্য বাদ পড়ে থাকলে তা হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নপত্রসহ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশীদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
– মুহাম্মদ মাসুদ রানা