বাংলার কাগজ ডেস্ক : শিক্ষকদের টানা ১০ দিনের আন্দোলনের মুখে অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঘোষণার পর ৩০ জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন মাদরাসা শিক্ষকরা। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ শামছুল আলম আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর বিকাল চারটার দিকে শাহবাগে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আসেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। সেখানে তিনি দাবি মেনে নেয়ার ঘোষণা দেন।
মাসুদুল হক বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। শিক্ষকদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে। এছাড়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।
মাসুদুল হক আরও বলেন, শিক্ষকদের আরও বেশ কিছু দাবি ছিল যেমন- একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটা আমরা এই জুন মাসে চালু করব। আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি, সব ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তকরণ ২০২৫ সাল থেকেই শুরু করব। প্রাথমিক পর্যায়ে যে ১৫১৯টি অনুদানভুক্ত প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলোসহ অন্যান্য সব মাদ্রাসা জাতীয়করণ করব।
এর আগে দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষকরা।
সেই কর্মসূচির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে শিক্ষক নেতা শামছুল আলম বলেন, আমরা ৩০ জুনের মধ্যে সব দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছি। এরমধ্যে দাবি না মানলে আবার কর্মসূচি দেয়া হবে। এবারের আন্দোলন সফল দাবি করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। একপর্যায়ে রোববার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে পদযাত্রা কর্মসূচি পালনের সময় পুলিশ তাদের বাধা দেয় ও ব্যাপক হামলা চালায়। এতে বহু শিক্ষক আহত হন। এ নিয়ে শিক্ষকদের আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন থেকে শাহবাগে লাগাতার অবস্থান শুরু করেন তারা।
শিক্ষক নেতারা জানিয়েছিলেন, ১৯৭৮ সালের ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ২৩/০২/১৯৮৬ ইং তারিখে ১৪২ (৪০) নং স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সমমান নির্ধারন করা হয়েছে। ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিষ্ট্রার প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদেরকে ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। জাতীয় শিক্ষা নীতিমালা ২০১০ এর নির্দেশনা অনুযায়ী দেশের প্রাথমিক শিক্ষার ন্যায় ইবতেদায়ী শিক্ষাদান কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত সরকার ২৬ হাজার ১৯৩টি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে ২০১৩ সালে ৯ জানুয়ারি জাতীয়করণ ঘোষণা করেন। কিন্তু অতি দুঃখের বিষয়িএকটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাও জাতীয়করণ করা হয়নি।