নকলা (শেরপুর) : শেরপুরের নকলা থানা পুলিশ মঙ্গলবার বিকেলে গরু ও ছাগল চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলকার মোতাহার বেপারীর ছেলে শাকিল (৩২) ও পয়াড়ী রোড এলাকার আ: সাত্তারের পুত্র সুমন (৩৪)।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার লাল মিয়ার ছাগল ক্ষেত থেকে জোরপূর্বক ব্যাটারী চালিত অটো গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় গড়েরগাঁও এলাকায় স্থানীয় জনতা চোর সিন্ডিকেটের এই দুইজনকে আটক করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ জানান, আটকৃতরা গরু ও ছাগল চোর সিন্ডিকেটের সদস্য। এদের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলপুর থানায় মাদক ও চুরি মামলা রয়েছে।
– শফিউল আলম লাভলু