1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ ৩ চোরাকারবারী গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

জামালপুর : ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে ডাকপাড়া মোড় এলাকার জামালপুর-শেরপুর মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার উরফা শিমুলতলী বারমাইশা বাজার এলাকার আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঝলঝলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ (২৪) ও শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লিখন (৩৬)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানাধীন ডাকপাড়া এলাকার জামালপুর-শেরপুর মহাসড়কে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এসময় চোরাই পথে আনা ১৪৫ বস্তা ভারতীয় জিরা ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। একইসাথে ভারতীয় জিরা পাচারকারী চক্রের তিন চোরাকারবারীকে আটক করা হয়। পরে দুপুরে ডিবির এসআই আসাদুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর ডিবির ওসি নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে। রিমান্ড আবেদনসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com