1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

জাতীয় দলের ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন।

এ সময় আদালত তার জবানবন্দি রেকর্ড গ্রহণ করেন। একইসঙ্গে শেখ মোরসালিনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতির ভালোবাসার মাধ্যমে বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আসামি বাদীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। আসামি মোরসালিন বাদীর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুকও দাবি করেছেন। বাদী ন্যায়বিচারের জন্য আদালতে এসেছেন।

এ বিষয়ে সেজুতি বিনতে সোহেল বলেন, ভালোবাসার মাধ্যমে মোরসালিনের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর তার আচরণে পরিবর্তন এসেছে। আমার কাছে যৌতুক চেয়েছে। দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে যোগাযোগ রাখে না। আমি তার সঙ্গে সংসার করতে চাই।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে তার পিতার বাসায় যান মোরসালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে বাদিনীকে বলেন, ‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’ এ সময় বাদিনীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ‘২০ লাখ টাকা দেওয়ার কোনও সামর্থ্য নেই। পরে মোরসালিন তাদের গালাগালি ও হুমকি দিতে থাকেন।’

মামলার প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় দল ও বসুন্ধরা কিংসের স্ট্রাইকার শেখ মোরসালিন বলেন, ‘আমার এই বিষ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com