নালিতাবাড়ী ( শেরপুর) : ‘তথ্যই শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা প্রদান করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি এর ইয়েস গ্রুপের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার নয়াবিল বাজারে তথ্য ও পরামর্শ সেবা দেয়া হয়।
ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেক্সে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনূছ আলী দেওয়ান উপস্থিত থেকে এর কার্যক্রম উদ্বোধন করেন। ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেক্স থেকে ইয়েস গ্রুপের দলনেতা রাজিব সরকার পাবেল, সদস্য আহমেদ জুনাইদ, কৌশিক ইকবাল আকাশ, শেফালী খাতুন ও দোলনা আক্তার শান্তা ইউনিয়ন পরিষদের সেবা সম্পর্কিত তথ্য সেবা ওই ইউনিয়নের নাগরিকদের মাঝে প্রদান করেন। ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেক্সে উপস্থিত ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এস এম আতিকুর রহমান সুমন।
এ সময় নয়াবিল ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার মূল্য সম্মলিত লিফলেট বিতরণ এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর তথ্য ফরম পূরণে সহযোগিতা করা হয়।