জামালপুর : সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি জামালপুর এর উদ্যোগে সোমবার জামালপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাকের শিক্ষা উপকমিটির আহবায়ক অধ্যাপক জনাব এস.এম. কায়েদ-উয-জামান, সনাক সদস্য মনোয়ারা খানম, উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, টিআইবি কর্মী ও ইয়েস সদস্যরা।
টিআইবি এরিয়া ম্যানেজার আরিফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের শিক্ষা উপকমিটির আহবায়ক অধ্যাপক জনাব এস.এম. কায়েদ-উয-জামান।
তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা সনাক-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। শিক্ষা সেবার মান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।