1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

নায়িকার মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়, নেপথ্যে অভিনেতা?

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মার্চ, ২০২৫
বিনোদন ডেস্ক : ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘সূর্যবংশম’ ছবির সেই স্নিগ্ধ সুন্দরী সৌন্দর্যকে মনে নেই, এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না! অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন দক্ষিণী এই অভিনেত্রী।

পুরো নাম সৌম্য সত্যনারায়ণ হলেও তিনি সৌন্দর্য নামেই জনপ্রিয় ছিলেন। ২০০৪ সালের এপ্রিল মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নায়িকার। যে খবরে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ।

সেসময় তার মৃত্যু নিয়ে নানারকম প্রশ্ন  উঠেছিল। এমন প্রশ্ন উঠার কারণ ছিল, সেই বিমানেই ছিলেন তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি। তিনি কি কোনও ষড়যন্ত্রের শিকার?

এবার ২২ বছর পর এই নায়িকার মৃত্যুর জন্য কাঠগড়ায় তেলুগু সুপারস্টার মোহনবাবু। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া বলছে, মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জনৈক সমাজকর্মী।

যিনি খাম্মাম জেলার সত্যনারায়ণপুরম গ্রামের বাসিন্দা। সম্প্রতি ওই ব্যক্তি স্থানীয় থানায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, কন্নড় অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর নেপথ্যে মোহনবাবুর ষড়যন্ত্র রয়েছে। ২২ বছর আগের মৃত্যুরহস্য নিয়ে এবার তদন্ত হওয়া দরকার।

অভিযোগনামায় ওই ব্যক্তি এও উল্লেখ করেছেন যে, মাঞ্চু মোহনবাবু তাকে হুমকি দিয়েছেন। তার প্রাণসংশয় রয়েছে। অতঃপর তাকে যেন পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানিয়েছেন ওই সমাজকর্মী অভিযোগকারী। এখানেই সেই শেষ নয়! অভিযোগনামায় উল্লেখ রয়েছে এক চাঞ্চল্যকর তথ্য।

অভিযোগকারীর দাবি, বিমান দুর্ঘটনার আগে মোহনবাবু সৌন্দর্যকে তার জালেপল্লীর ছয় একর জমির বিলাসবহুল গেস্ট হাউজ বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন। যা কিনা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই।

প্রসঙ্গত, মৃত্যুর সময়ে অভিনেত্রী সৌন্দর্য অন্তঃসত্ত্বা ছিলেন। সেই বিমানে তার ভাইও ছিলেন সঙ্গে। বেঙ্গালুরু থেকে এক রাজনৈতিক দলের হয়ে প্রচারে যাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝপথেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। যদিও সেই ঘটনার পর কোনো প্রমাণাদি পাওয়া যায়নি। তবে এবার দুই দশক পর কাঠগড়ায় মোহনবাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com