বিনোদন ডেস্ক : একসময় গান-অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে ইসলামের ছায়াতলেই সকল সুখ খুঁজে পেয়েছেন ছোট পর্দার অভিনেতা ও গায়ক তামিম মৃধা।
বরং ইদানিংকালে তামিমকে দেখা যাচ্ছে একটি ইসলামিক পডকাস্ট পরিচালনা করতে। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।
সম্প্রতি নিজের গ্রামেও দারুণ এক উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা। তামিম ও তার বাবার প্রচেষ্টায় গ্রামের ৭টি মসজিদ আলাদা ঈদের জামাত না পড়ে একসঙ্গে সকলে ঈদগাহে ঈদের জামাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিয়ে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে তামিম জানালেন, রমজানের পুরো সময়টাই ধর্মে-কর্মে পার করছেন তিনি।
তামিম মনে করেন, ইসলামে বর্তমানে বিভিন্ন বিভাজনের সৃষ্টি করে সকলের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করা হচ্ছে। এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। যে কারণে অভিনেতা উদ্যোগ নিয়েছেন, এবার তার গ্রামে সকলে মিলে একসঙ্গে ঈদগাহে ঈদের জামাত আদায় করার।
অভিনেতা বলেন, ‘একটা সময়ে কিন্তু সকলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই, ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সকলে একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটাই তো আমার ধর্মের সৌন্দর্য।’