শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের জলঙ্গাপাড়া এলাকায় গত (৪ জুন) বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই শিশুর পিতা-মাতা ঢাকায় থাকে। ওই শিশু তার দাদীর আম্বিয়ার খাতুন লালন-পালন করে। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত দশ বছর বয়সী কিশোর ও একই গ্রামের পনের বছর বয়সী আরেক কিশোর এ দুই জনে মিলে শিশুটিকে খেলার ছলে ফুসলিয়ে মোহাম্মদ আলীর বসত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ঘটনা দেখে ফেলে। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির দাদী বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে।