নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সরঞ্জাম ফেলে পালিয়েছেন বালু ব্যবসায়ী মেয়ের জামাতা জাহাঙ্গীর আলম। তবে তার অবৈধ বালুর ব্যবসার সব সরঞ্জাম শ্Ÿশুড়ালয় থেকে উদ্ধারের পর সহায়তার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাসের জেল দেওয়া হয়েছে শ্বশুড় রেজাউল করিমকে। গতকাল রোববার (৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর গোবিন্দনগর এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, গোবিন্দনগর চারআনী পাড়া ও ভোগাইরপাড় এর মধ্যবর্তী ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে নদীর তীর ভেঙে এবং নদীর তলদেশ গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেট। দফায় দফায় ভাম্যমাণ আদালতের অভিযানেও থামছে না বালুদস্যুরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিকেলে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশান (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানে ৫টি শ্যালুচালিত মিনি ড্রেজার, ১০টি মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। এসময় বালু উত্তোলনে সরাসরি জড়িতড়া পালিয়ে গেলেও নদী তীরবর্তী বাসিন্দা শহরের গুলিগুলি ব্যবসায়ী রেজাউলের বাড়ি থেকে অসংখ্য পাইপ ও মিনি ড্রেজারে ব্যবহৃত শ্যালু মেশিন জব্দ করা হয়। রেজাউল করিম বালু উত্তোলনে জড়িত জাহাঙ্গীর আলমের শ্বশুড় হওয়ায় শ্বশুড়ালয় ব্যবহার করার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় শ্বশুড় রেজাউল করিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।