1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

ইউএনও-এসিল্যান্ড’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের নেপথ্যে

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ প্রতিবেদক : আদালতের মাধ্যমে নিলামপ্রাপ্ত বালু বুঝে না পেয়ে তৎকালীন ও বর্তমান দুই ইউএনও এবং এসিল্যান্ড এর বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে আদালতে অভিযোগ দায়ের করেছেন নিলামগ্রহীতা গোলাপ হোসেন।

গত সোমবার (৭ এপ্রিল) শেরপুরস্থ নালিতাবাড়ী সিআর আমলি আদালতে অভিযোগটি দায়ের করলে আদালত অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- তৎকালীণ নালিতাবাড়ী ও বর্তমানে জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, বর্তমান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তবে নেপথ্যে ঘটনা ভিন্ন।

জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ২৫ হাজার ঘনফুট বালু ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জব্দ করে নিয়মিত মামলা দায়ের করেন তৎকালীন ইউএনও খ্রীষ্টফার হিমেল রিছিল। মামলা দায়েরের পর ২০২৪ সালে ১৩ জুন আদালত সর্বোচ্চ নিলাম ডাককারী গোলাপ হোসেনকে ৪৪ হাজার টাকায় (ভ্যাট ব্যতীত) বালু বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী বালুর জিম্মাদার তৎকালীণ উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল করিম ১৫ জুন নিলামগ্রহীরা গোলাপ হোসেনকে ওই বালু বুঝিয়ে দেন। তবে গোলাপ হোসেন ওই বালু আদালতের নির্দেশনা অনুযায়ী এক সপ্তাহের মধ্যে অপসারণ না করে সময় ক্ষেপন করেন।

এদিকে ৬ নভেম্বর খ্রীষ্টফার হিমেল রিছিলের বদলিজনিত বিদায় হলে ৭ নভেম্বর ইউএনও হিসেবে যোগদান করেন ইলিশায় রিছিল। ২০২৪ সালের মে মাসে ইউএনও হিসেবে যোগদান করেন মাসুদ রানা। ২৭ জুন তিনি ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২ লাখ ঘনফুট বালু জব্দ করে ৮ আগস্ট নিলামে দেন।

অন্যদিকে শ্রীবরদীর বালু ব্যবসায়ী নিলামগ্রহীতা গোলাপ হোসেন আদালতে প্রাপ্ত তার বালু বুঝে নিতে বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের কাছে যোগাযোগ করেন। পরবর্তীতে বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববিরও দ্বারস্থ হন তিনি। তবে বিষয়টি আগের উপজেলা নির্বাহী কর্মকর্তার সময়ের হওয়ায় তিনি বিষয়টি অবগত না থাকায় সমাধান হয়নি। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী গোলাপ হোসেন আদালতে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ওই ৩ জনের নামে অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী গোলাপ হোসেনের দাবী, ‘বালু নিলামে ক্রয় করে নেওয়ার পর থেকেই তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ রানা।’

তথ্যমতে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ২৫ হাজার ঘনফুট জব্দ ও মামলার পর দুইজন ইউএনও’র বদলির কারণে যেমনি জব্দকৃত বালুর বিষয়ে পরবর্তী ইউএনওগণ অবগত ছিলেন না। তেমনি বিষয়টি আদালতে গড়ানোর কারণেও তাদের জানার বাইরে ছিল। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন প্রায় ১২ লাখ ঘনফুট বালু জব্দ করার পর ৫ আগস্টের পর অবাধে বালু চুরি ও লুটপাট শুরু হয়। এমতাবস্থায় চুরি ঠেকাতে তড়িঘড়ি করে তৎকালীন ইউএনও মাসুদ রানা ৮ আগস্ট জব্দকৃত প্রায় ১২ লাখ ঘনফুট বালু নিলামে দেন। এসব প্রক্রিয়ার মাঝে আদালতে বালু নিলামপ্রাপ্ত গোলাপ হোসেনের ২৫ হাজার ঘনফুট বালু হয়তো পরবর্তী নিলামের মাঝে অজ্ঞতাবশত চলে এসেছে, অন্যথায় চুরি হয়ে গেছে।

পরিস্থিতি বিবেচনায় দেখা গেছে, আদালতের নির্দেশে যথাসময়ে নিলামে প্রাপ্ত বালু অপসারণ করলে তা নিয়ে জটিলতা তৈরির আশঙ্কা ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com