স্পোর্টস ডেস্ক : বছর ঘুরে এল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন উপলক্ষে একে অন্যকে জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশেও জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। ফিফাও জানিয়েছে নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছর উপলক্ষে বাংলাদেশে আজ বাজছে পহেলা বৈশাখের বিভিন্ন গান। বৈশাখের প্রথম দিনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’, ‘মেলায় যাইরে’ জনপ্রিয় এই গানগুলো শোনা যাচ্ছে। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের নববর্ষের শুভেচ্ছা জানাতে জনপ্রিয় একটি গান বেছে নিল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল ৬টা ৫৬ মিনিটে ফিফা একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, হামজা,জামালদের হাতে ‘শুভ নববর্ষ ১৪৩২। এসো হে বৈশাখ, এসো এসো’ লেখা সংবলিত ব্যানার। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ক্যাপশন দিয়েছে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।’
বাংলা নববর্ষের আগের দিনই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুদূর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩৬ রান তাড়া করে জিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ফেসবুকে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’