1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার সর্ববৃহৎ ড্রোন শোতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা বিগত ১৫ বছর নববর্ষ পালনেও ষড়যন্ত্র হয়েছে : রিজভী টেকেরহাটে ফের সংঘর্ষে পুলিশের গাড়ী ভাংচুর, এএসপি সহ আহত অর্ধশত হামজা-জামালদের নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা নববর্ষেও চলছে স্কুলে পাঠদান, প্রধান শিক্ষক স্বেচ্ছাসেবক লীগ নেতা মাদারীপু‌রে দুই গ্রামবাসীর সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৪০ নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি গাজীপুরে পুলিশের ওপর হামলা, ক্যাসিনো চক্রের প্রধানসহ আটক ৭ চারুকলা থেকে বের হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে  ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে শ্রীবরদীর  সকল তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শ্রীবরদী সরকারি কলেজ থেকে বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড় শহীদ মিনার  চত্বরে গিয়ে শেষ হয় শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর  এ. কে. এম আলিফ উল্লাহ আহসান ও উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন।

এসময় সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান, সরকারি অধ্যাপক ড. নাজমুল আহসান মুরাদু, সরকারি অধ্যাপক রিফাত আহমেদ, প্রভাষক মাহমুদুল হাসান, শেখ মুহাম্মদ সুবারুল ইমাম, আব্দুল মান্নান, মোশেদুজ্জামান, স্থানীয় প্রকৃতি ও পরিবেশকর্মী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকুসহ কয়েক শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ধ্বনি সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।

এসময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com