1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার সর্ববৃহৎ ড্রোন শোতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা বিগত ১৫ বছর নববর্ষ পালনেও ষড়যন্ত্র হয়েছে : রিজভী টেকেরহাটে ফের সংঘর্ষে পুলিশের গাড়ী ভাংচুর, এএসপি সহ আহত অর্ধশত হামজা-জামালদের নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা নববর্ষেও চলছে স্কুলে পাঠদান, প্রধান শিক্ষক স্বেচ্ছাসেবক লীগ নেতা মাদারীপু‌রে দুই গ্রামবাসীর সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৪০ নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি গাজীপুরে পুলিশের ওপর হামলা, ক্যাসিনো চক্রের প্রধানসহ আটক ৭ চারুকলা থেকে বের হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

শেরপুরে ইউএনও-এসিল্যান্ড’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শেরপুর : আদালতের মাধ্যমে নিলামপ্রাপ্ত বালু বুঝিয়ে না দেওয়ায় তৎকালীন ও বর্তমান দুই ইউএনও এবং এসিল্যান্ড এর বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন নিলামগ্রহীতা গোলাপ হোসেন।

সোমবার (৭ এপ্রিল) শেরপুরের নালিতাবাড়ী সিআর আমলি আদালতে মামলাটি দায়ের করলে আদালত অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন- তৎকালীণ নালিতাবাড়ী ও বর্তমানে জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, বর্তমান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

জানা গেছে, গেল বছর ভোগাই নদী থেকে অবৈধআবে উত্তোলিত ২৫ হাজার ঘনফুট বালু জব্দের পর ১৩ জুন আদালতের মাধ্যমে নিলামে প্রাপ্ত হন শ্রীবরদী উপজেলা ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে প্রাপ্তির পর ওই বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে আদালত নির্দেশ দেন।

এদিকে জুলাইয়ে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১৩ লাখ ঘনফুট বালু তৎকালীণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জব্দ করে ৮ আগস্ট নিলামে দেন। এরই মধ্যে আদালতে নিলামপ্রাপ্ত গোলাপ হোসেন তার ২৫ হাজার ঘনফুট বালু বুঝে পেতে ইউএনও মাসুদ রানার কার্যালয়ে যোগাযোগ করেন। তবে উপজেলা প্রশাসন আদালতের দেওয়া নিলামকৃত বালুর অস্তিত না পেয়ে গোলাপ হোসেনকে ফিরিয়ে দেন। এরপর থেকে আদালতে নিলামপ্রাপ্ত ভুক্তভোগী ব্যবসায়ী গোলাপ হোসেন অসংখ্যবার তৎকালীন ইউএনও মাসুদ রানা এবং এসিল্যান্ড আনিসুর রহমান এর দ্বারস্থ হয়ে ব্যর্থ হন। পরবর্তীতে বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববির দ্বারস্থ হলেও ততোদিনে মাঠপর্যায়ে বালুর কোন অস্তিত্ব বা রেকর্ড না পাওয়ায় তিনিও অপারগতা প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী গোলাপ হোসেন সোমবার আদালতে ৬ লাাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ওই ৩ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার বাদী গোলাপ হোসেনের দাবী, ‘বালু নিলামে ক্রয় করে নেওয়ার পর থেকেই তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ রানা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com