1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত জামায়াত ছাত্রদের দলে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই: আসিফ মাহমুদ শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের অভিযান ব্যক্তিমালিকানা জমিতে রাস্তা নিয়ে বিরোধ: রাতের আঁধারে বাগানের গাছ কর্তন গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, শত শত মানুষ আহত কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন ‎পিরোজপুরে বিশুদ্ধ পানির তীব্র সংকট, ভোগান্তিতে ২ লক্ষাধিক মানুষ সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় দেবে না ভারত, যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান

অভিনয় ছেড়ে শাড়ি বিক্রি করেন অভিনেত্রী চারু আসোপা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
বিনোদন ডেস্ক : স্বপ্নের টানে কত মানুষই দূর দূরান্ত থেকে শহরে আসেন। কেউ কেউ সেটা পূরণ করতে পারেন আবার বেশিরভাগই সাফল্য থেকে থাকেন বহু দূরে। অনেকেই বলে থাকেন, স্বপ্ন বিকোয় বিনামূল্যে! স্বপ্নের শহরে টিকে থাকা আবার বেশ ব্যয়বহুল। আর তাই মুম্বাই শহর ছেড়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী চারু আসোপা। তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাইয়ের প্রাক্তন স্ত্রী।

মুম্বাই ছেড়ে নিজের হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে গেছেন তিনি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় তার সালোয়ার কামিজ এবং শাড়ি বিক্রি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যে ভিডিও দেখে বহু নেটিজেনই বিস্মিত হয়ে লিখেছেন, ‘সুস্মিতা সেনের এক্স-বৌদি অনলাইনে পোশাক বেচে সংসার চালাচ্ছেন!’।

যদিও আবার অনেকেই এতে কোনও ভুল দেখছেন না। চারুর এই নতুন উদ্যোগকে সমর্থন করেছেন বহু নেটিজেন। কেউ কেউ আবার তার আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চারু জিয়ানা
মেয়ে জিয়ানার সঙ্গে অভিনেত্রী চারু

হিন্দুস্তান টাইমসকে চারু বলেন, ‘মুম্বাই ছেড়ে আমি আমার হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে এসেছি।বর্তমানে আমি আমার বাবা-মার সঙ্গেই থাকছি।’

মুম্বাই ছাড়া প্রসঙ্গে চারু বলেন, ‘মুম্বাইতে থাকা সহজ নয়, অনেক টাকা লাগে। আমার মাসিক খরচ ১-১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতো, ভাড়া এবং সবকিছু মিলিয়ে, যা মোটেও সহজ ছিল না। আর এছাড়াও, নাগাওঁ (মুম্বাই) তে শুটিং করার সময় জিয়ানাকে (সন্তান) একা ন্যানির সাথে রেখে যেতে হতো, যেটা আমি চাইনা। এটা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। বাড়ি ফিরে নিজের কিছু শুরু করা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। এটি কোনোও তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ছিল না।’

তিনি আরো বলেন, ‘এমন নয় যে আমি কোনো বড় প্রজেক্টের শুটিং করছিলাম। কারণ, এই মুহূর্তে আমি দৈনিক ধারাবাহিক না করাই ভালো মনে করি কারণ আমি জিয়ানার উপর মনোযোগ দিতে চেয়েছিলাম। আমি এখান থেকে ডিজিটাল কন্টেন্ট শুট করতে পারি। যদি আমাকে শুটিংয়ের জন্য যেতেও হয়, তাহলেও আমি জিয়ানাকে ওর দাদু-দিদার কাছে রেখে যেতে পারব, ন্যানির চেয়ে সেটা ভালো।’

Charu Asopa Confirms Leaving Mumbai With Daughter Ziana Owing High Living  Expenses | Bollywood Bubble

‘আমি বিকানেরে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছি। এদিকে, জিয়ানা এবং আমি আমার বাবা-মার সঙ্গে থাকছে। আগামীকাল, আমি আমার বাকি জিনিসপত্র আনতে মুম্বাই ফিরে যাচ্ছি।’-যোগ করেন চারু।

তার আর্থিক অবস্থা নিয়ে, তাকে এবং তার ব্যবসাকে নিয়ে লোকজনের নানান প্রশ্ন ও সমালোচনা প্রসঙ্গে ট্রলকারীদের উদ্দেশ্যে চারু বলেন, ‘যখন আপনি নতুন কিছু শুরু করেন, তখন এমনই করেন। আমার ক্ষেত্রে নতুন কী আলাদা? আমি সবকিছু নিজেই করছি, অর্ডার নেওয়া থেকে শুরু করে প্যাকেজ পাঠানো এবং স্টক সংগ্রহ পর্যন্ত। যখন আমি অভিনয়ের জন্য মুম্বাই এসেছিলাম তখনও তা সহজ ছিল না। আমি নিজের নাম প্রতিষ্ঠার জন্যও অনেক লড়াই করেছি এবং সফলও হয়েছি। এখন, আমি এই ব্যবসা শুরু করেছি যাতে আমি আমার সন্তানের উপর বেশি মনোযোগ দিতে পারি এবং আমার মনে হয় এটা ভুল নয়।’

প্রসঙ্গত, এর আগে চারু এবং তার প্রাক্তন স্বামী রাজীব সেন তাদের ডিভোর্সের খবরের কারণে চর্চায় ছিলেন। তাদের ৩ বছরের মেয়ে রয়েছে, নাম জিয়ানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com