1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত জামায়াত ছাত্রদের দলে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই: আসিফ মাহমুদ শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের অভিযান ব্যক্তিমালিকানা জমিতে রাস্তা নিয়ে বিরোধ: রাতের আঁধারে বাগানের গাছ কর্তন গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, শত শত মানুষ আহত কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন ‎পিরোজপুরে বিশুদ্ধ পানির তীব্র সংকট, ভোগান্তিতে ২ লক্ষাধিক মানুষ সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় দেবে না ভারত, যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান

গজনী মিনি চিড়িয়াখানায় অভিযান, ১৭ বন্যপ্রাণী উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শেরপুর (ঝিনাইগাতি) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৭ প্রজাতির ১৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন। এ ইউনিটের নেতৃত্বে ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা। অভিযানে ১টি অজগর সাপ, ৪টি বন বিড়াল, ১টি গন্ধগোকুল, ১টি শিয়াল, ১টি বাজপাখি, ৫টি বানর ও ৪টি হরিণ উদ্ধার করা হয়।

এরমধ্যে শিয়াল ও বানরগুলো রাতেই গারোপাহাড়ের বনে অবমুক্ত করা হয়েছে। হরিণ ৪টি চিড়িয়াখানার ইজারাদারের জিম্মায় রাখা হয়েছে। বাকি ১০টি প্রাণী বন বিভাগের তত্ত¡াবধানে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার পর শারীরিক অবস্থা অনুযায়ী বনে ফিরিয়ে দেওয়া হবে।

এসময় রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ, শেরপুর জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জার আবদুল্লাহ আল আমিন, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া ও র‌্যাপিড রেসপন্স বিডির সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে গজনী অবকাশ কেন্দ্রের ভেতরে দর্শনার্থীদের বিনোদনের জন্য এ মিনি চিড়িয়াখানা গড়ে তোলা হয়। এটি পরিচালনা করছিলেন ইজারাদার ফরিদ আহমেদ। তবে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬ (১) ধারা লঙ্ঘন করে অনুমতি ছাড়া বন্যপ্রাণী আট রেখে তা দর্শনার্থীদের দেখিয়ে আসছিলেন।

ইজারাদার ফরিদ আহমেদ জানান, জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে চিড়িয়াখানাটি পরিচালনা করে আসছিলেন তিনি। বন বিভাগ জানিয়েছে, লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী রাখা যাবে না। বুধবার বন কর্মকর্তারা প্রাণীদের তালিকা তৈরি করে শুক্রবার রাতে জব্দ করেন।

বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা জানান, বন্যপ্রাণী সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন ও সংরক্ষণ করা দÐনীয় অপরাধ। তাই এখান থেকে ১৭টি বন্যপ্রাণী জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com