শেরপুর : শেরপুর জেলা সদরের মন্দির, মঠ, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে পূজো অর্চনার সাথে জড়িত পুরোহিতদের চাল-ডাল আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এসব খাদ্য ৫১ জন পুরোহিতের হাতে তুলে দেন।
এসময় সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “করোনা সংক্রমণ শুরু হওয়ার পর কর্মহীন সকল মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী খাবারের ব্যবস্থা করেছেন। আমরা জানতে পেরেছি, পূজা অর্চনা করে যারা জীবিকা নির্বাহ করেন তারা বেশ কষ্টে আছেন। কারণ বর্তমানে মন্দির-মঠগুলোতে সীমিত আকারে প্রার্থনা হচ্ছে। তাই পুরোহিতদের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা সামান্য খাবার তাদের হাতে তুলে দিয়েছি।
বিতরণ অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল সাফিন, এনডিসি মো. মিজানুর রহমান, জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি কমল চক্রবতী, সাবেক সভাপতি বিপুল চক্রবর্তী, সাধারন সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।