আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন-ইসরায়েলি বন্দীকে হস্তান্তরের পর গাজা উপত্যকায় আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত একদিনে এ হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আকাশে ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিবারগুলো তাদের সদস্যদের জন্য খাবার নিশ্চিত করতে পারছেন না। তারা বলছেন, তাদের সন্তানদের খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তাদের সন্তানরা দিনপার করছে ক্ষুধার্ত অবস্থায়।
তবে হামাস বলেছে, বন্দী মুক্তি যুদ্ধবিরতি আলোচনার দিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এ ছাড়া মানবিক সাহায্যের প্রবেশ এবং গাজা উপত্যকার পুনর্গঠনের লক্ষ্য পূরণের পথও তৈরি হচ্ছে বলে মনে করে গোষ্ঠীটি।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল সতর্ক করে দিয়ে বলেছে, গাজার সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। উপত্যকায় ৫ লাখ মানুষ অনাহারের মুখোমুখি হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এবং দখলদার বাহিনীর সেনা সদস্য এডান আলেকজান্ডারকে গাজার বন্দীদশা থেকে মুক্তি দেয় হামাস। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের তিন দিনের সফরের আগে এই মুক্তি দেয়া হয়।
যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি। এমন সিদ্ধান্ত এবং আলেকজান্ডারের মুক্তির পরেও ইসরায়েলি বাহিনী গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইসরায়েলকে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।