নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় খেলাচ্ছলে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে রায়হান নামে সাত মাস বয়সী এক শিশু। শনিবার সন্ধ্যায় কলাপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের সোহেলের সাত মাস বয়সী শিশু রায়হান খেলতে গিয়ে একপর্যায়ে চৌকির নিচে ঢুকে ব্যাটরি চার্জের জন্য রাখা খোলা ছকেটে আঙ্গুল ঢুকায়। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় রায়হান।