1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

পুলিশকে মারধর করে হ্যান্ডকাফসহ পলায়ন, অবশেষে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জুন, ২০২৫

নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. মিরাজ উদ্দিনকে (৪০) তিন দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) বিকেলে জেলা শহরের দত্তেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. মিরাজ উদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ৮ জুন নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করতে করে হ্যান্ডকাফ পরিয়ে থানায় ফিরছিল জাহাজমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। পথে নতুন সুখচর বাজারে মো. ইয়াছিনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে মিরাজকে ছিনিয়ে নেয়। ইটের আঘাতে এএসআই অভিজিত বড়ুয়া ও পুলিশ সদস্য সুজন কান্তি নাথ আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় মিরাজ ও ইয়াছিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় তিন দিন পর মিরাজকে পুনরায় গ্রেপ্তার করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা হাতিয়াতে বিরল। মামলা রুজুর পর হাতিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে বাদীর শনাক্তকরণ মতে ৭ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মিরাজ উদ্দিনের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারের নিমিত্তে বিশেষ অভিযান চলমান রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com