1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

বিদায়ী হাজিদের ২৫ লাখ কপি কোরআন উপহার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফেরত হাজিদের মাঝে ২৫ লাখ কোরআনের কপি বিতরণ করা হয়েছে। রোববার (৮ জুন) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় হজযাত্রীদের মধ্যে পবিত্র কোরআনের কপি বিতরণ শুরু করে।

গালফা নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ইতোমধ্যে ২৫ লাখ ২১ হাজার ৩৮০ কপি বিতরণ করা হয়েছে। বিমানযোগে ফেরা হাজিদের জেদ্দার কিং আবদুল আজিজ এয়ারপোর্টে, জাহাজযোগে ফেরা হাজিদের জেদ্দা ইসলামিক পোর্টে ও অন্যান্য স্থলবন্দরে তা বিতরণ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, মদিনায় অবস্থিত কিং ফাহদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কোরআনে এসব কপি ছাপানো হয়েছে। বিভিন্ন আকারে প্রকাশিত হয়েছে কপিগুলো। এই কপিগুলোর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ভাষার অনুবাদও অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বের সব জাতির হজযাত্রীদের কাছে এই মহান উপহার পৌঁছানোর উদ্যোগ হিসেবে অনুবাদ কপিও বিতরণ করা হচ্ছে।

কোরআনের কপি উপহারের এই উদ্যোগ ইসলাম ও কোরআনের সেবা প্রদান এবং হজযাত্রীদের প্রতি সৌদি আরবের আন্তরিকতার প্রকাশ। এর মাধ্যমে হজযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত হজযাত্রীদের প্রতি সৌদি আরব আন্তরিকতা ও সেবার বিষয়টি ফুটে উঠেছে। দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম প্রধান মিশন হচ্ছে আল্লাহর ঘরের মেহমানদের প্রতি এমন নিঃস্বার্থ সেবা দেওয়া।

প্রসঙ্গত, এ বছর বিশ্বের ১৭১টি দেশের মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন পবিত্র হজপালন করেছেন। এর মধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। চলতি বছরে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৮৭ হাজার ১৫৭। এর মধ্যে ২২ জন বাংলাদেশি হজযাত্রী মক্কা ও মদিনায় মারা গেছেন। গত ১০ জুন থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com