1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

ঢাবিতে ৬ ককটেল উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জুন, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা ভবনটির সামনে অবস্থিত কাঠবাদাম গাছের নিচে কয়েকটি ককটেলসদৃশ বস্তু দেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করে।

পরবর্তীতে সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে সেখানে উদ্ধার করা ৬টি ককটেল ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব মোতাহার হোসেন ভবনের সামনে ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে খবরটি জানানো হয়। আমরা গিয়ে দেখতে পাই দুটি ওয়ানটাইম বক্সে ৬টি ককটেল রয়েছে। একটিতে ৪টি অন্য বক্সে ২টি ককটেল ছিল। পরে আমরা শাহবাগ থানাকে জানাই। বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করেছে এগুলো ককটেল।

কে বা কারা ককটেল রেখে গেছে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের গেটটি ইমার্জেন্সি সবসময় খোলা থাকে। এখানে সিসিটিভিও নেই, ফলে রাতের বেলা কে বা কারা রেখে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আজ থেকে এখানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com