বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলার প্রাসা ইউনিয়নের বাকলাই পাড়ায় অনুমোদন বিহীন অবৈধ ইটভাটা স্থাপনের দায়ে বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে ১০ বছরের কারাদন্ড এবং ১৭ লাখ টাকা জরিমানা করে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ইটভাটায় অভিযান চালিয়ে এ দ- দেন। জেলা প্রশাসকের অনুমতি না থাকায় নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জ্বালানী কাঠ ব্যবহার এবং পাহাড় ও টিলা জমির মাটি ব্যবহার করার অপরাধে ইটভাটার মালিক আব্দুল কুদ্দছকে ১০ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। পরে রাত ১টার দিকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত থানচি উপজেলার ইউএনও, ১৬ ইসিবির অধিনায়ক থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানো হয়।
ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ এর ছেলে মুশফিকুর রহমান জানান, সকালে ইটভাটা দেখার কথা বলে আমার বাবাকে থানচি ডেকে নিয়ে যান ম্যাজিস্ট্রেট। পরে সন্ধ্যায় খবর পাই, আমার বাবাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইটভাটার মালিক আমার বাবা একা নন। খামলাই ম্রো কর্ণেল আইয়ুব বিপ্লব মেম্বার তারাও এ ইটভাটার মালিক। কিন্তু শুধু আমার বাবাকে সাজা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে পরিবেশ অধিদপ্তর এ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করে।
– এন এ জাকির