শেরপুর : শেরপুরে বাদশা আলী (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে হাজতবাস করছিলেন।
জেলা কারাগার ও ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় রাতে নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করে বাদশা আলী। পরদিন ২৩ এপ্রিল তাকে স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। গত সোমবার (১৫ জুন) রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে বাদশাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।