শেরপুর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন শেরপুর তিনানি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার সাহা (৫৮)। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার মধ্য রাতে মৃত্যু হয় তার। স্বপন শহরের কলেজ গেইট এলাকার কালিদাস সাহার পুত্র।
পারিবারিক সূত্র জানায়, ৮দিন আগে শরীরে লবণ কমে যাওয়ায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় স্বপনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। তিন দিন আগে ব্যবসায়ী স্বপনকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে শেরপুরে করোনায় মোট চারজনের মৃত্যু হয়েছে জলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।