1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুয়াকাটায় টোয়াকের অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : ‘প্রকৃতির টানে চলো কুয়াকাটা’- স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে পথচলা শুরু হয় টোয়াকের। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কুয়াকাটা ইলিশ পার্কের হলরুমে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের এএসপি জহিরুল ইসসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমার বুলেট, কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক মনির আহমেদ ভূইয়া, পৌর কাউন্সিলর তোফায়েল হোসেন তপু প্রমুখ। এসময় টোয়াকের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় পর্যটকদের সেবা মূলক সংগঠন টোয়াকের নব নির্বাচিত কমিটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন। এছাড়া কুয়াকাটাকে আন্তজার্তিক পর্যটন কেন্দ্র এবং পর্যটন বান্ধব কুয়াকাটা গড়ার লক্ষে নতুন সদস্যরা কার্যকরী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। সবশেষে মহিপুর ও কুয়াকাটা শিল্পী গোষ্ঠির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর টোয়াকের কার্যনির্বাহী পরিষদের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। টোয়াক সদস্যসদের সর্বসম্মতিক্রমে রুমান ইমতিয়াজ তুষারকে সভাপতি ও আনোয়ার হোসেন আনুকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার টোয়াক সদস্য মিজানুর রহমান মাসুদ।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com