1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জড়ানো সেই আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো পুলিশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর মতাদর্শ ছড়ানো এবং অর্থ সংগ্রহে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ২০১৬ সালে রাজধানী কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট এক হামলার পর থেকে সন্দেহভাজন জঙ্গি কার্যকলাপের অভিযোগে শত শত ব্যক্তিকে আটক করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানের ফলে এ ধরনের গ্রেপ্তার কমে এলেও, এই নেটওয়ার্কটি ধরা পড়ায় ফের উদ্বেগ দেখা দিয়েছে।

প্রচুর বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল মালয়েশিয়া—বিশেষত কলকারখানা, বাগান এবং নির্মাণ খাতে। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কাজের সন্ধানে দেশটিতে যান।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ খালিদ জানান, চলতি বছরের এপ্রিল থেকে বিভিন্ন অভিযানে মালয়েশিয়াজুড়ে মোট ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সবাই কারখানা, নির্মাণ বা সেবাখাতে কাজ করতে মালয়েশিয়ায় গিয়েছিলেন।

পুলিশ গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্ক মূলত মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করেই সদস্য সংগ্রহ করছিল। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ ছড়ানো হচ্ছিল। একইসঙ্গে, আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএস গোষ্ঠীর কাছে অর্থ পাঠানো হচ্ছিল। তবে কত টাকা সংগ্রহ করা হয়েছিল—সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাকি ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন, যাদের বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই আরও কিছু গ্রেপ্তারের সম্ভাবনার কথাও জানান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘মোট ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি এই নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত বলে আমাদের ধারণা। যাদের সম্পৃক্ততা কম, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com