1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

কাবরেরার পদত্যাগ চাওয়া শাহীনকে কমিটি থেকে অব্যাহতি দিলো বাফুফে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সেই শাহীনকে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল স্বাক্ষরিত একটি চিঠিতে শাহীনকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। যদিও চিঠিতে অব্যাহতি দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। তবুও বিষয়টি যে কোচ নিয়ে শাহীনের অবস্থান ঘিরেই, তা অনেকটাই স্পষ্ট।

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটিতে ৯ জন থাকার কথা থাকলেও সভাপতি তাবিথ আউয়াল সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ জন করেছেন। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে কমিটিতে রয়েছেন ১১ জন।

কমিটি থেকে বাদ দেওয়া হলেও শাহীন এখনো নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। চিঠিতে বলা হয়েছে, তিনি ফুটবলের উন্নয়নে সংযুক্ত থাকবেন। তবে জাতীয় দল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে আর তার কোনো ভূমিকা থাকবে না।

গত ১৪ জুন বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ‘ভরা মজলিশে’ কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন শাহীন। এতে বেশ বিব্রতবোধ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেইসঙ্গে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও উঠে শাহীনের বিরুদ্ধে।

প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ পুরুষ ফুটবলের দায়িত্বে হ্যাভিয়ের কাবরেরা। ২০২৩ সালে সাফ ফুটবলের সেমিফাইনাল ছাড়া তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। প্রাথমিক দল নির্বাচন, খেলোয়াড় বদল বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। হামজা চৌধুরী, সামিত সোমের মতো ফুটবলার যুক্ত হওয়ার পরও ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় না পাওয়ায় সমালোচিত হন কোচ। হংকং ম্যাচের আগে কোচের অব্যাহতি চাইছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com