নালিতাবাড়ী (শেরপুর) : মাদকাসক্ত কিশোর ছেলের অত্যাচার সইতে না পেরে ভ্রাম্যমাণ আদালতে তোলে দিলেন এক রিকশাচালক বাবা। বুধবার (১৭ জুন) সকালে শেরপুরের নালিতাবাড়ীতে এ ঘটনা ঘটে। তবে বয়স বিবেচনায় শাস্তির আওতায় না এনে প্রাথমিকভাবে সংশোধনের জন্য মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে ওই কিশোরকে।
সূত্র জানায়, শহরের চকপাড়া কলোনি পট্টির বাসিন্দা হেলাল মিয়া পেশায় রিকশাচালক। বেশ কিছুদিন যাবত তার ১৭ বছর বয়সী কিশোর ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে কিশোরের পরিবার বেশ ঝামেলা পোহাচ্ছিল। একপর্যায়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছে এ সংক্রান্ত অভিযোগ নিয়ে আসেন পিতা হেলাল মিয়া। পরে বুধবার (আজ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ওই কিশোরকে তার বাড়ি থেকে আটক করেন। তবে আটকের পর কিশোর তার ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় ও বয়স বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাকে মুক্তি দেন।