1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

২১ জুন থেকে সৌদিতে পর্যটন কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রায়  তিন মাস পর ২১ জুন থেকে পর্যটন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার এ কথা বলেছেন।

এর আগে বুধবার পর্যটন বিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কাউন্সিলের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেছিলেন আল খতিব। ওই বৈঠকে অভ্যন্তরীণ পর্যটন বিষয়ে আলোচনা হয়।

তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ইতিবাচক। সৌদি সরকার গ্রীষ্মকালীন কার্যক্রম উদ্বোধন করতে প্রস্তুত। এই আয়োজন অভ্যন্তরীণ বা দেশীয় পর্যটনকে সহায়তা করবে।

আল-খতিব বলেন, ‘পর্যটন কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ সৌদি নাগরিক অভ্যন্তরীণ পর্যটনের সুবিধা নিতে চান। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর আমরা জনগণের জন্য অভ্যন্তরীণ পর্যটন কার্যক্রম শুরু করব।’

সৌদি আরবে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে প্রতিদিনই আক্রান্তের হার বাড়ছে। করোনা প্রাদুর্ভাবের পর গত মে মাসে বিভিন্ন শহরে কারফিউ ও লকডাউন ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com