1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

একই পরিবারের ৯জনসহ বান্দরবানে নতুন ২৪জন করোনা শনাক্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০

বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাসের পরিবারের ৯ জন সহ বান্দরবানে নতুন আরো ২৪ জন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়।
এর আগে এ পরিবারের আরো ৭ জনসহ একই পরিবারের মোট ১৬ জন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার রাতে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। শুক্রবার জেলার ৮০ টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৩ জন এবং ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার। সদরের আক্রান্ত ২৩ জনের মধ্যে জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসের যৌথ পরিবারের ৯ জন। বাকীরা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নাইক্ষ্যংছড়িতে সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। তবে এর মধ্যে ৩২ জন সুস্থ হয়ে গেছে। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, আজ শুক্রবার নতুন ২৪ জন আক্রান্ত হয়েছে। এটি আমাদের জন্য খুবই এলার্মিং। অসচেতনতার জন্য সংক্রমনের হার দিন দিন বাড়ছে। এরমধ্যে একটি যৌথ পরিবারের ৯ জন সদস্য রয়েছে আগেও ৭ জন আক্রান্ত হয়েছে। তাই সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করে প্রশাসন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com