হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মাজহারুলের (২৮) ছুঁড়ে দেওয়া বাঁশের চুঙার আঘাতে বড় ভাই খাদিমুল (৩০) খুন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে চুঙা ছুঁড়ে দেওয়ার এ ঘটনা ঘটে। শনিবার সকালে খাদিমুলের মৃত্যুর পর অভিযুক্ত মাজহারুল (২৮) কে আটক করেছে পুলিশ।
নিহতের বাবা নূরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে পান খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই মাজহারুল বড় ভাই খাদিমুলের দিকে রান্না করার বাঁশের চুঙ্গা ছুঁড়ে মারলে তা লেগে খাদিমুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার সকালে মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আসামী মাজহারুলকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
– মুহাম্মাদ মাসুদ রানা