শেরপুর : শেরপুরে পৃথক ঘটনায় এক শিশু ও এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার তারাকান্দি ও দুপুরে শহরের ৬নং ওয়ার্ডের কসবা গারোটিলা এলাকা থেকে এ মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার তারাকান্দি গ্রামের তাইজুদ্দিনের ছয় বছর বয়সী কন্যা তন্বী আক্তার রোববার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশে থাকা একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে শিশু তন্বী খালের পানিতে ডুবে মারা যায়।
এদিকে শেরপুর শহরের পৌরসভার কসবা গারোটিলা মহল্লায় আব্দুল গফুরের ছেলে ট্রলি চালক হিরা মিয়া বজ্রপাতে মারা যায়। সোমবার দুপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।