আনু হাসান, গাজীপুর: দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত কর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট ও বিড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার (২২ জুন) সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।
আয়োজকরা বলেন, ২০২০/২০২১ অর্থ বছরের বাজেটে বিদেশী ব্রান্ডের তামাকজাত পণ্যের দাম কমিয়ে দেশীয় তামাকজাত পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে সিগারেটের উপর করের হার নির্ধারণ দেশী এবং বিদেশী কোম্পানীগুলোকে একই কাতারে আনা হয়েছে। ফলে দেশীয় মালিকানাধীন কোম্পানীগুলো বিদেশীদের সাথে প্রতিযোগিতায় বাজারে টিকে থাকতে পারবে না। এতে করে একটি স্বার্থনাশী মহল অনৈতিক সুবিধাভোগ করবে।
তারা আরো বলেন, প্রস্তাবিত বাজেটে দেশীয় মালিকানাধীন কোম্পানীর শ্রমিকদের জন্য কোন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি। এতে করে ২৪টি দেশীয় বিড়ি, সিগারেট কোম্পানী প্রায় ৫ লক্ষাধিক শ্রমিক ও মালিকরা ক্ষতির মুখে পড়বে। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে।”
আমাদের ব্যবসার জন্য ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে নেওয়া ঋণের টাকা সময়মতো পরিশোধ করার জন্য কারখানার উৎপাদন সচল রাখা খুবই জরুরী। নিম্নস্লাবে আমাদের জন্য পৃথক মূল্য স্ল্যাব করে দেয়া না হলে আমরা ব্যাংকের ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হবো এবং প্রতিষ্ঠানসমূহ দেউলিয়া হয়ে যেতে পারে।
এমতাবস্থায় তামাক শিল্পকে বাঁচাতে নিম্নস্রাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য রিজাবের দাবী জানান তারা।
মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও এনবিআর কর্তৃপক্ষ তামাক শিল্পের দেশীয় মালিকদের চরম দুর্গতির অবস্থা সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। এই বাজেটে আমাদের সুরক্ষার জন্য প্রদত্ত প্রস্তাবণা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়ে আমাদের রক্ষা করুন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিগেরেট ও বিড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মীর মাহমুদুল হোসেন রানা, সংগঠনের সহ-সভাপতি মো: ফারুক হোসেন মিলন, সাধারণ সম্পাদক আকমল হোসেন সবুজ প্রমুখ।