1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

উলিপুরে রেল পথ বিভাগের গাছ কেটে নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে রেল পথ বিভাগের দুটি মূল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (২২ জুন) বিকেলে মিনাবাজার নামক স্থানে। এ ঘটনায় থানা পুলিশ কর্তনকৃত গাছের গুড়ি জব্দ করে থানায় নিয়ে আসেন।
জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় কুড়িগ্রাম-চিলমারী মিটার গেজ রেল পথের ধারে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দুইটি ইউক্লিপ্টার্স গাছ ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার গ্রামের জহুর উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫৫) কর্তন করেন। পরে তা ‘স’ মিলে নেয়ার প্রস্তুতির সময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়িগুলো আটক করেন। এ সময় রফিকুল ইসলাম সটকে পড়েন।
উলিপুর রেল স্টেশন মাস্টার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নিদের্শনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। কর্তনকৃত গাছের গুড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পান্ডুল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে সরকারি গাছ কর্তনের ঘটনার সত্যতা পাওয়ার পর থানা পুলিশকে খবর দেয়া হয়। যেহেতু গাছগুলি সরকারি সম্পদ তাই দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
– হাফিজুর রহমান সেলিম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com