বান্দরবান : বান্দরবান নতুন করে আরো ৩৮ জন করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়। বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। মঙ্গলবার জেলার ১৬৫টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ৩৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৬ জন, লামা উপজেলায় ১০ জন এবং রোয়াংছড়িতে ২ জন। সদরের আক্রান্ত ২৬ জনের মধ্যে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাই হ্লা অংসহ পৌরসভার বিভিন্ন এলাকার ২৬ জন। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৯ জন। ৫ দিন আগেও ছিল এ সংখ্যা একশ জনের মত। কয়েকদিনের মধ্যে খুব দ্রুত সংক্রমনের হার বেড়েছে। তবে এরমধ্যে ৫২জন সুস্থ হয়ে গেছেন। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করে প্রশাসন।
– এন এ জাকির