হালুয়াঘাট (ময়মনসিংহ) : গত ২১ জুন রবিবার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আব্দুল জলিলের লাশ আজ বিকেল চারটায় বিজিবি ও পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ তথ্য নিশ্চিত করেছেন গোবরাকুড়া বিজিবি।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মুহাঃ আবু বক্কর সিদ্দিক, এস আই খোকন চ্ন্দ্র সরকার ও জ্যোতিশ চন্দ্র দেব।
জানা যায়, ভারতীয় সীমান্তের দুইশত গজ অভ্যন্তরে নদীর তীরে অবস্থান করায় জলিলকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। গত রবিবার সন্ধ্যা হতে মানসিক ভারসাম্যহীন জলিল (২৬) নিখোঁজ ছিলো। আজ বিকেলে চারটায় দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে নিহত জলিলের লাশ সনাক্তের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ।
উল্লেখ্য, নিহত জলিল পশ্চিম গোবরাকুড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।
– মুহাঃ মাসুদ রানা