নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে নতুন করে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলসহ আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭ জনে। এরমধ্যে শুধুমাত্র পৌরসভাতেই আক্রান্তের পরিমাণ ৩৯জন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনাভাইরাস নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা চিকিৎসক এসএম নাকিবুল মাজেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে আক্রান্ত ৫ জন হলেন- আড়াইআনী বাজারের বাসিন্দা সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, আড়াইআনী বাজারের অপর বাসিন্দা ইসমাইল হোসেন ও তার ছেলে ইশতিয়াক আহমেদ, একই এলাকার আমিনুল ইসলাম এবং শহরের বাজার ছিটপাড়া মহল্লার আব্দুল মান্নান। এরমধ্যে আব্দুল হালিম উকিল রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে আইসিইউতে রয়েছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। তার অবস্থা অনেকটা সংকটাপন্ন। অন্যরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এর আগে গত ১৫ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত নালিতাবাড়ী উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন ২১ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। তবে সরকারীভাবে নমুনা সংগ্রহ হয়নি এমন একজনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। যা নিয়ে মোট আক্রান্ত দাড়ায় ৪৮ জনে এবং মৃত্যু দাড়ায় ২ জনে।